04/20/2025 ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে রাশিয়ার প্রতি জাতিসংঘের আহ্বান
আল আমিন
১৬ নভেম্বর ২০২২ ০৩:১৯
নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনকে ক্ষতিপূরণ দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। গতকাল সোমবার সাধারণ পরিষদে এ বিষয়ে একটি প্রস্তাব পাস হয়।
প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৯৪টি দেশ, অন্যদিকে বিরুদ্ধে ভোট দিয়েছে ইরান, রাশিয়া, সিরিয়া ও চীনসহ ১৪টি দেশ। আর ভারত এবং ব্রাজিলসহ ৭৩টি দেশ ভোটদানে বিরত ছিল।
জাতিসংঘে যে প্রস্তাব পাসের মাধ্যমে রাশিয়াকে ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানানো হয়েছে সেই প্রস্তাব মানতে বাধ্য নয় মস্কো। তবে যেহেতু সংখ্যাগরিষ্ঠ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সে কারণে এর কিছুটা রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব রয়েছে।
প্রস্তাব পাসের আগে জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, আগ্রাসনের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের সম্পদের ক্ষতি করেছে, এছাড়া ব্যাপকভাবে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ইউক্রেনের পুনর্গঠনের জন্য মস্কোকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করতে হবে। সূত্র : রয়টার্স।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন কয়েক লক্ষ ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ