04/20/2025 কাবুলের বিনোদন পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ
মো: মনিরুল ইসলাম
১২ নভেম্বর ২০২২ ০৩:৩৮
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোয় নারী ও পুরুষের আলাদা দিনে প্রবেশাধিকার থাকলেও তা বাতিল করে নতুন নির্দেশনা দিয়েছে দেশটির তালেবান সরকার।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, কাবুলের পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোতে নারীরা প্রবেশ করতে পারবেন না। এছাড়া কাবুলের নারীরা ব্যায়ামাগারেও (জিম) যেতে পারবেন না। খবর বিবিসি’র।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের অনৈতিকতা দূরীকরণ ও ধর্মীয় প্রচারবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গত ১৫ মাসের অভিজ্ঞতায় আমরা দেখেছি, নারী-পুরুষ অবাধে পার্কে-জিমে যাচ্ছেন। অনেকেই ইসলামিক নিয়ম-নীতি মানতে চান না। অনেক নারী নিয়ম মেনে স্কার্ফ ও হিজাব পরতে চান না। তাই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সঙ্গে মাহরাম বা পুরুষ অভিভাবক থাকলেও আফগান নারীরা কাবুলের পার্ক, ব্যায়ামাগার ও বিনোদনকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
এর আগে নারী-পুরুষের জন্য আলাদা বিনোদনকেন্দ্র খোলার ঘোষণা দিয়েছিল তালেবান সরকার। তখন তালেবান সরকার জানিয়েছিল, কাবুলের পার্ক ও বিনোদনকেন্দ্রে শুধু রবিবার, সোমবার ও মঙ্গলবার নারীরা যেতে পারবেন। সপ্তাহের বাকি দিনগুলোতে যাবেন পুরুষেরা।