04/20/2025 ইউক্রেনে সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আল আমিন
১৭ মার্চ ২০২২ ০৬:০২
আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী। এ অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ন শহর দখল করে নিয়েছে রাশিয়া। পাশাপাশি রুশ সেনা হামলায় ইউক্রেনের সামরিক বেসামরিক অনেক লোক নিহত হয়েছে।
ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে এখন পর্যন্ত রুশ হামলায় ৫০০ জন নিহত হয়েছে। তবে বিবিসির পক্ষ থেকে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে, জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত রুশ হামলায় ইউক্রেনের অন্তত ৬৯১ জন বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত এক হাজার ১৪৩ জন। বিবিসি
এরপর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলো কাছে প্রতিরক্ষা সামগ্রী সহায়তা চেয়ে আসছে।
ইউক্রেনে আরও প্রতিরক্ষা সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রতিরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে সোভিয়েত আমলের এস-৮, এসএ-১০, এসএ-১২ এবং এসএ-১৪ মডেলের ভ্রাম্যমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ থেকে তুলনমূলক নিম্ন রেঞ্জের। তবে এগুলো ইউক্রেনে যুক্তরাষ্ট্রের আগের দেওয়া কাঁধে বহন করে নিক্ষেপণযোগ্য মিসাইলের থেকে উচ্চ রেঞ্জের।
যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাটো সদস্যদের কাছ থেকে এসব অস্ত্র পাওয়া গেছে। এগুলো ইউক্রেনের পথে রয়েছে।
বিদেশ বার্তা/ এএএ