04/20/2025 ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
আল আমিন
৮ নভেম্বর ২০২২ ০৯:৪৭
স্পোর্টস ডেস্ক: মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে আবারও ভুটানের জালে গোল উৎসব করলো বাংলাদেশের মেয়েরা। এবার ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোরীরা ।
সোমবার (৭ নভেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে ভুটানের জালে একের পর এক গোল করতে থাকে ১৫ না পেরোনো বাংলাদেশর মেয়েরা।
ম্যাচে হ্যাট্রিক করেছেন সুরভি আকন্দ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন সুরভি আকন্দ। ভুটানের গোলরক্ষক সোনামের নেওয়া দুর্বল শটে বল পান সুরভি। সেখান থেকে এগিয়ে গিয়ে প্লেসিং শটে বল জালে জড়ান তিনি।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটিও করেন হ্যাট্রিক কন্যা সুরভি। ম্যাচে ২২ মিনিটে মাপা শটে বল জালে জড়ান তিনি। আর ম্যাচের ৩২ মিনিটে আত্নঘাতী গোল করে ভুটান। ভুটানের ডিফেন্ডার কিনলে দেমার আত্নঘাতি গোলে ৩-০ তে এগিয়ে যায় বাংলার বাঘিনীরা। আর প্রথমার্ধের ইনজুরি সময়ে পাওয়া গোলে ৪-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা। মিতুর বাড়ানো বলে ডি বক্সে ঢুকে প্লেসিং শটে গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন সুরভি প্রীতি।
বিরতি থেকে ফিরেই ৫৫ মিনিটে গোল করেন চতুর্থ গোলে অবদান রাখা মিতু। আর ম্যাচের ৬৬ মিনিটে গোল করেন বদলি নামা আয়েশা আক্তার। আর ৭০ মিনিটে জটলার ভেতরে পাওয়া বলে গোল করেন থুইনু মারমা। ম্যাচের শেষ দিকে রিতু ও প্রীতির করা গোলে ৯-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরীরা।
তিন দেশের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টে টানা তিন ম্যাচ হেরে ইতোমধ্যেই ভুটান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফলে ৯ নভেম্বর নেপালের বিপক্ষে ভুটানের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। আগামী বুধবার নেপাল ভুটানকে হারালে ১১ নভেম্বর বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচটিই মূলত হবে ফাইনাল।
শিরোপা জিততে সেই ম্যাচে নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তবে শুধু জিতলেই চলবে না, স্বাগতিকদের এগিয়ে থাকতে হবে গোলের হিসাবেও। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এরপর ২০১৮ ও ২০১৯ সালে পরপর দুইবার শিরোপা দখলে নেয় ভারত।
বিদেশ বার্তা/ এএএ