04/20/2025 এবার সিনেমা নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান
মো: মনিরুল ইসলাম
৮ নভেম্বর ২০২২ ০১:৫৭
বিদেশবার্তা ডেস্ক : সংগীতকে ভীষণ ভালোবাসেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ঈদ আসলেই দর্শকদের জন্য বিশেষ অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। তবে এবার তার সঙ্গে যুক্ত হলো চলচ্চিত্র। মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় এবার নির্মাণ হচ্ছে সিনেমা। নাম ‘ভালোবাসি তোমায়’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন কায়েস আরজু ও শিরিন শিলা।
ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এ সিনেমার সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন আনোয়ার শিকদার। সিনেমার কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার।
জানা গেছে, ‘ভালোবাসি তোমায়’র শুটিং শুরু হবে চলতি মাসের শেষের দিকে। গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারের মনোরম সব লোকেশনে সিমোর দৃশ্যধারণ করা হবে। সিনেমায় আরও অভিনয় করবেন- অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজীসহ অনেকে।
সিনেমার নায়ক কায়েস আরজু গণমাধ্যমকে বলেন, ‘ছবির গল্পটি অনেক সুন্দর। গল্পে ভিন্নতা আছে। এক কথায় এটি একটি নিটোল প্রেমের গল্প। আর আমার চরিত্রটিও মনে রাখার মতো। গল্প শুনেই আমি ছবির প্রেমে পড়েছি। আশা করি, দর্শকদের সুন্দর একটি ছবি উপহার দিতে পারব।’