04/20/2025 মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনায় ৩ কিশোর নিহত
আল আমিন
৪ নভেম্বর ২০২২ ১৯:৫১
নিজস্ব প্রতিবেদক: বরগুনার বেতাগীতে মোকামিয়া-বেতাগী সড়কের খানেরহাট নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই তিন কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ কিশোরের মধ্যে কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. কবিরের ছেলে ইয়াসিন আরাফাত (১৩) ও মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ মোকামিয়া গ্রামের রফিক মৃধার ছেলে মোহাম্মদ রাব্বির (১৬) পরিচয় পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর এক কিশোরের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মোকামিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে মরহুম হাঁচান উদ্দিন রহঃ এর ওফাত দিবস উপলক্ষে মাহফিল থেকে ৩ কিশোর বন্ধু বাড়ি ফেরার পথে খানেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তিন কিশোরকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি জানান, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিদেশ বার্তা/ এএএ