04/20/2025 আ.লীগ ও বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে: চুন্নু
আল আমিন
৪ নভেম্বর ২০২২ ০৩:৩১
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।
‘আওয়ামী লীগ জানে বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে তাদের মুসলিম লীগ বানাবে। আর বিএনপিও জানে ক্ষমতায় যেতে না পারলে তারা ধ্বংস হয়ে যাবে। তাই আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশব্যাপী মারামারি শুরু করেছে। ক্ষমতার লোভে ভবিষ্যতে হয়তো আরও মারামারি হবে। কিন্তু দেশের মানুষ জানে আওয়ামী লীগ ও বিএনপি দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার বনানীতে দুপুরে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর কর্মীসভায় এসব কথা বলেন তিনি।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা ৮৬ হাজার কোটি টাকা লুটপাট করেছে। এজন্যই এ বিষয়ে তথ্য দিচ্ছে না সরকার। দেশের মানুষ জানতে চায়, ক্যাপাসিটি চার্জের টাকা কার কার পকেটে গেছে।
মুজিবুল হক চুন্নু বলেন, জাপার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জাপার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বোকার রাজ্যে বাস করেন।
তিনি বলেন, জাপা এখন অনেক ঐক্যবদ্ধ, সক্রিয় ও শক্তিশালী। জাপা দেশের মানুষের ভালোবাসার রাজনৈতিক শক্তি। দেশের মানুষ এখন জাপার ওপর আস্থা রাখেন। তৃণমূল মানুষের আস্থার নাম জাপা। তাই জাপার অগ্রযাত্রা রোধ করা অসম্ভব।
বিদেশ বার্তা/ এএএ