04/20/2025 ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে মৃত্যু বেড়ে ১৫০
আল আমিন
৪ নভেম্বর ২০২২ ০১:৪১
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে গ্রীষ্মমন্ডলীয় ঝড় নালগের আঘাতে মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল (এনডিআরআরএমসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৩৬ জন নিখোঁজ রয়েছে এবং ১২৮ জন আহত হয়েছেন। এ খবর দিয়েছে আনাদলু।
খবরে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির স্বায়ত্তশাসিত বাংসামোরো অঞ্চলে সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধুমাত্র বাংসামোরোতেই ৬৩ জন মারা গেছেন।
তবে ঘূর্ণিঝড়টি দক্ষিণ ফিলিপাইনের বেশিরভাগ অঞ্চল দিয়েই প্রবাহিত হয়েছে। ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যার। বন্যা ও ভূমিধসেই মূলত সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বুধবার ওয়েস্টার্ন ভিসায়াস, বিকোল এবং ব্যাংসামোরোকে ছয় মাসের জন্য দুর্যোগ আক্রান্ত অঞ্চল হিসেবে চিহ্নিত করেছেন।
প্রেসিডেন্ট মার্কোস ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে সরকারী বিভাগ এবং সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন।
এর ফলে আগামী ছয় মাস সেখানে কার্যকরভাবে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছানো হবে এবং প্রধান পণ্যগুলোর মূল্য কমিয়ে আনার ব্যবস্থা করা হবে।
নডিআরআরএমসির প্রকাশিত তথ্যে দেখা যায়, ফিলিপাইনের ৭৪টি প্রদেশের ১৭টি অঞ্চলে ঝড়ের কারণে প্রায় ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১২ লাখ মানুষ গৃহহীন হয়ে গেছেন।
বিদেশ বার্তা/ এএএ