04/21/2025 বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ
মো: মনিরুল ইসলাম
৩ নভেম্বর ২০২২ ২০:৩০
নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকে বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। বরিশাল নদীবন্দর ও ডিসি ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রী নিয়ে কোনো লঞ্চ বা স্পিডবোট ছেড়ে যায়নি। এছাড়া ভোলা থেকেও কোনো নৌযান বরিশাল আসেনি।
অলিখিতভাবে লঞ্চ চলাচল বন্ধ করা হলেও স্পিডবোট বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। আগামী শনিবার (৫ নভেম্বর) পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। তবে কী কারণে লঞ্চ ও স্পিডবোট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানা যায়নি।
আগামী ৫ নভেম্বর (শনিবার) বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভা করবে বিএনপি। এর আগেই আগামী শুক্র (৪ নভেম্বর) ও শনিবার (৫ নভেম্বর) ধর্মঘটের ডাক দিয়েছে জেলার পরিবহন মালিক সমিতি। বরিশালে বাস মালিকদের দুটি সংগঠনের পাশাপাশি থ্রি-হুইলার মালিক-শ্রমিক সমিতি ধর্মঘটের ডাক দিয়েছে। বিএনপির সমাবেশের কারণে ধর্মঘট ডাকা হয়েছে তা মেনে নেয়নি পরিবহন সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।
লঞ্চ চলাচল বন্ধের ব্যাপারে কোনো মন্ত্যব্য করেননি মালিক সমিতি।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন গণমাধ্যমকে জানান, ভোলায় আওলাদ নামক একটি লঞ্চে গতকাল হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সকাল থেকে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না। তবে মেহেন্দিগঞ্জ ও মজুচৌধুরীরহাট রুটের লঞ্চগুলো এখনও চলাচল করছে।