04/21/2025 খালেদা জিয়া মনোনয়নপত্র দাখিল করলে আইনানুগভাবে দেখবো: সিইসি
মো: মনিরুল ইসলাম
৩ নভেম্বর ২০২২ ০৬:৪৭
বিদেশবার্তা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা এ বিষয়ে মন্তব্য করতে চাই না। মনোনয়নপত্র দাখিল করলে তখন সেটা দেখা যাবে। আমরা বলেছি যে আইনানুগভাবে পরীক্ষা করে দেখবো।
বুধবার বিকালে (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌর ভোট উপলক্ষে সিসি টিভি মনিটরিং সেলে পর্যবেক্ষনকালে তিনি এমন মন্তব্য করেন।
খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ আইনের বাধ্যবাধকতা আছে কি না? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা এ বিষয় নিয়ে মন্তব্যই করতে চাই না। যিনি দাঁড়াবেন আমরা আইনানুগভাবে দেখবো। আমাদের তো কিছু আইনি কাঠামো আছে, মেট্রিক্স আছে, যে আপনি দাঁড়াতে চাইলে আপনাকে সে মেট্রিস্কের মধ্যে ফিটিং করতে হবে। ওইদিক থেকে অবস্থানটা কি হবে, আমরা এখনো জানিনা।
তিনি আরো বলেন, মনোনয়নপত্র দাখিল করলে তখন সেটা দেখা যাবে। আমরা বলেছি যে আইনানুগভাবে পরীক্ষা করে দেখবো। যদি আদৌ প্রয়োজন পড়ে আমরা আইনানুগভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো।