04/21/2025 ভারতকে হারাতে ১৮৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ
সেলিম সোহেল
৩ নভেম্বর ২০২২ ০২:১০
স্পোর্টস ডেস্ক: শুরু দারুন ছিল বাংলাদেশের। প্রথম তিন ওভারে মাত্র ১১ রান নিতে পারলো ভারত। রোহিত শর্মার (২) ক্যাচ ছাড়ার পর নিজে বোলিংয়ে এসে উদ্বোধনী জুটি ভাঙলেন হাসান মাহমুদ।
১১ রানে ওপেনিং জুটি ভাঙার পর ক্রিজে নামেন বিরাট কোহলি। বদলে যায় ম্যাচের দৃশ্যপট। রাহুলের সঙ্গে তার আগ্রাসী ব্যাটিংয়ে ছন্নছাড়া বাংলাদেশের বোলিং লাইনআপ। ৩৭ বলে ৬৭ রানের জুটি ভেঙে যায় রাহুলের বিদায়ে।
৩২ বলে ৫০ রান করে আউট হন এই ওপেনার। সাকিব আল হাসানের কাছে তার উইকেটের পতন হলে সূর্যকুমার যাদব ক্রিজে নেমে ঝড় তোলেন। ১৬ বলে ৩০ রান করে তিনি সাকিবের কাছে বোল্ড হন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট গেছে ভারতের। কিন্তু একপ্রান্ত আগলে রেখে কোহলি দলকে বড় স্কোরের পথে নিতে থাকেন। ৩৭ বলে এই আসরের তৃতীয় হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। ৪৪ বলে ৮ চার ও ১ ছয়ে ৬৪ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মার খেয়েছেন শরিফুল। সৌম্য সরকারের বদলে একাদশে ঢোকা এই পেসার ৪ ওভারে ৫৭ রান দেন। এর মধ্যে দ্বিতীয় ওভারেই দেন ২৪ রান।
হাসান ৪ ওভারে ৪৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সেরা বোলার। দুটি পান সাকিব, ৪ ওভারে তিনি দেন ৩৩ রান। মোস্তাফিজুর রহমানও ছিলেন খরুচে, দেন ৩১ রান। আগেভাগেই চার ওভারের কোটা শেষ করা তাসকিন আহমেদ দেন মাত্র ১৫ রান।
শেষ ওভারে ১৪ রান দিলেন শরিফুল
নিজের দ্বিতীয় ওভারে ২৪ রান দেওয়া শরিফুল ইসলাম করলেন শেষ ওভার। রবিচন্দ্রন অশ্বিন তাকে পরপর দুটি বলে ছয় ও চার মারলেন। তাতে হয়ে গেলো বাংলাদেশি বোলারের হাফ সেঞ্চুরি. ৩.৩ ওভারে ৫৩ রান দিয়ে ফেললেন তিনি। ওই ওভারে ১৪ রান দেন শরিফুল।