04/30/2025 গরু চুরির মামলায় ঢাকা জেলা ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার
মো: মনিরুল ইসলাম
৩ নভেম্বর ২০২২ ০০:৪৮
বিদেশবার্তা ডেস্ক : ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় বাবলি আক্তার বাবলী নামে এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।
বুধবার (২ নভেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন ভোরে সাভার পৌর এলাকার নয়াবাড়িতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলী নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। গ্রেপ্তার বাবলী সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এসআই আশরাফুল ইসলাম বলেন, বেশি কিছু দিন আগে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়। পরে দুজনকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে বাবলী আক্তারের সম্পৃক্ততা পাই। বুধবার ভোরে অভিযান চালিয়ে সাভার থেকে তাকে আটক করা হয়। গরু চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ধামরাই উপজেলায় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ঘটনাগুলোতে মামলা হয়। পরে মামলাগুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায়, বাবলী গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। পরে এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এই মুহূর্তে বলতে পারছি না।
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তিনি আমাদের সংগঠনেরই। আমি গ্রেফতারের বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।