04/30/2025 ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসান গুলশান থেকে গ্রেফতার
মো: মনিরুল ইসলাম
২ নভেম্বর ২০২২ ১৯:৫১
বিদেশবার্তা ডেস্ক : দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জালিয়াতি ও প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাতে পিবিআই সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম দায়েরকৃত প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। খিলক্ষেত থানার মামলা নং- ১৪ তাং-১০-০১-২২। ওই মামলার এজাহারে এরতেজা ছাড়াও আসামি আরো ৩জন। আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।
জালিয়াতি ও প্রতারণা মামলায় পিবিআই তাকে গ্রেফতার করেছে। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ড. কাজী এরতেজা একাধারে সাতক্ষীরা জেলা আ’লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।