04/20/2025 ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ডিসেম্বরে
মো: মনিরুল ইসলাম
১ নভেম্বর ২০২২ ১৬:১০
বিদেশবার্তা ডেস্ক : বাংলাদেশ আ’লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিলে ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।
সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডিস্থ আ'লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত চার কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বৈঠক হয়। সেই বৈঠকে সম্মেলনের ব্যাপারে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্র জানায়, ৩ ডিসেম্বর মহিলা আ’লীগ এবং ১০ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। দলের সভাপতি সম্মতি দিলে নির্ধারিত তারিখে এসব সম্মেলন হবে।
বৈঠকের বিষয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিম গণমাধ্যমকে বলেন, আমরা মূলত ছাত্রলীগের বিষয়ে বসেছিলাম। আ’লীগের সম্মেলনের আগে ছাত্রলীগসহ মেয়াদোত্তীর্ণ সব সহযোগী সংগঠনের সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট তারিখ বলে লাভ নেই। তবে ২৪ ডিসেম্বর আ’লীগের সম্মেলনের আগেই ছাত্রলীগের সম্মেলন হবে।
বৈঠকে আ’লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।