04/29/2025 ঢাকা জেলা আ’লীগের সম্মেলন আজ
মো: মনিরুল ইসলাম
২৯ অক্টোবর ২০২২ ১৮:৪১
বিদেশবার্তা ডেস্ক : ঢাকা জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার জন্য পূর্বের নির্ধারিত মাঠটি প্রস্তত করা হচ্ছে।
সম্মেলনের উদ্বোধন করবেন আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলন ঘিরে বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে, নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সবশেষ প্রস্তুতি দেখতে শুক্রবার সমাবেশস্থলে যান ঢাকা জেলার নেতারা।
এদিকে আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনসমাগম কাকে বলে আজ শনিবার (২৯ অক্টোবর) থেকে বুঝবে বিএনপি। শুক্রবার (২৮ অক্টোবর) নিজের বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।