04/21/2025 পাচারের সময় চাঁদপুরে ৬০ মণ জাটকা জব্দ
আল আমিন
১৬ মার্চ ২০২২ ০৫:২৩
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬০ মণ জাটকা জব্দ করা হয়েছে। এসব জাটকা গোপনে ঢাকায় পাচার করা হচ্ছিল। মঙ্গলবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে কোস্টগার্ড ৬০ মণ জাটকা জব্দ করেছে।
কোস্টগার্ড সিনিয়র চিফ প্যাটি অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্টগার্ড মোহনপুর ইউনিট এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মতলব উত্তর উপজেলার নয়াকান্দি বকুলতলা এলাকায় ট্রাকে তল্লাশি করে ২ হাজার ৪শ’ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ বলেন, মঙ্গলবার ভোরে ৬০ মণ জাটকা জব্দ করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড অভিযান চালাবে। জেলেরা যাতে মেঘনায় মাছ ধরতে না পারে, সেজন্য সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা রাখা হয়েছে।
দুপুরে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতিতে এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
বিদেশ বার্তা/ এএএ