04/20/2025 অবশেষে টুইটার কিনেই নিলেন ইলন মাস্ক
আল আমিন
২৮ অক্টোবর ২০২২ ২০:৩০
আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে মাইক্রোব্লগিং সাইট ‘টুইটার’ কেনার চুক্তি সম্পন্ন করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠাতা টেসলার মালিক ইলন মাস্ক।
প্রস্তাবিত ৪৪ বিলিয়ন ডলারেই বৃহস্পতিবার এই চুক্তি সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইলন মাস্ক এক বিবৃতিতে বলেন, তিনি টুইটার মালিকানা গ্রহণ করছেন। 'মানবতার স্বার্থেই' তার এই পদক্ষেপ বলে বার্তা দেন মাস্ক। এ নিয়ে টুইটারে মাস্ক লিখেছেন, কেন আমি টুইটার কিনলাম সে ব্যাপারে সকলকে জানাতে চাই। আরও অর্থ উপার্জনের জন্য কিনিনি। মানবতার জন্য কিনেছি।
মানবতার ভবিষ্যৎ এমন হওয়া উচিত যেখানে সমস্ত পক্ষের স্বাধীন মতামত প্রকাশের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে। সুস্থ পরিবেশে বিতর্ক হবে। পাশাপাশি মাস্ক এও বলেছেন, বর্তমানে বিপজ্জনক পরিস্থিতি রয়েছে, যেখানে সমাজমাধ্যম কট্টর দক্ষিণপন্থী ও কট্টর বামপন্থীদের কয়েকটি গোষ্ঠীতে ভাগ হতে চলেছে। যা সমাজে ঘৃণা ও বিভাজন বাড়াবে।
উল্লেখ্য, ইলন মাস্ক টুইটারের সঙ্গে চুক্তি বাতিল করার প্রচেষ্টা করছিলেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত এই পদক্ষেপ নেওয়ার আগেই সম্প্রতি ইলন মাস্ক জানান, তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী টুইটার কিনতে ইচ্ছুক। অবশেষে সেই চুক্তি সম্পন্ন করলেন ইলন মাস্ক।
এর আগে টেসলার সিইও টুইটারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছিলেন। মাস্ক অভিযোগ করেছিলেন যে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তির সময় টুইটারের পক্ষ থেকে সংস্থাটি সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল। এরপরই চুক্তি বাতিল না করে তা সম্পন্ন করার জন্য টুইটারের পক্ষ থেকে মাস্কের বিরুদ্ধে মামলা করা হয়। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, ভয়েস অব আমেরিকা, ইউএসএ টুডে, দ্য সিয়াটল টাইমস, দ্য ভার্জ
বিদেশ বার্তা/ এএএ