04/20/2025 ইইউর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিলো রাশিয়া
আল আমিন
২৮ অক্টোবর ২০২২ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে (ইইউ) প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিলো রাশিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইইউ যদি রাশিয়া এবং তার নাগরিকদের কোনো সম্পদ জব্দ করে তাহলে এর জবাব দেবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়ানদের সম্পদ জব্দ করা হবে- ইইউ নেতাদের এমন মন্তব্যের প্রেক্ষিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, এটি হলে তা হবে চুরি। তিনি রিপোর্টারদের বলেছেন, ইইউ বিচার বিভাগ রাশিয়ানদের সম্পত্তি রক্ষা করতে অস্বীকার করে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়।তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ