04/20/2025 নভেম্বরকে করসেবা মাস ঘোষণা করলো এনবিআর
মো: মনিরুল ইসলাম
২৭ অক্টোবর ২০২২ ১৭:৪২
বিদেশবার্তা ডেস্ক : করদাতাদের সেবা গ্রহণ ও আয়কর বিবরণী দাখিলের সুবিধার্থে আগামী নভেম্বর মাসকে করসেবা মাস ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পুরো মাসজুড়ে কর অঞ্চলগুলোতে করমেলার ন্যায় সেবা প্রদান করা হবে।
বুধবার (২৬ অক্টোবর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যমান বৈশি^ক কোভিড পরিস্থিতিতে আয়কর মেলা আয়োজনের পরিবর্তে সকল কর অঞ্চলে বিগত বছরের ন্যায় মেলার পরিবেশে নভেম্বর মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণের জন্য সেবা প্রদান করা হবে।
কর সংস্কৃতি বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে নভেম্বর মাস ব্যাপি করসেবা প্রদানের ব্যাপক কর্যক্রম গ্রহণ করা হয়েছে।