04/21/2025 ঢাকায় এলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
আল আমিন
১৬ মার্চ ২০২২ ০৪:৩৫
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আমন্ত্রণে ২৪ ঘণ্টারও কম সময়ের সফরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ ঢাকায় এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার বিকাল ৫ টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন। সফরে বাংলাদেশ ও সৌদির মধ্যে একটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দুই দেশের প্রথম রাজনৈতিক সংলাপে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করবেন।
গত ২ মার্চ ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব।
বিদেশ বার্তা/ এএএ