04/29/2025 একসঙ্গে ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মো: মনিরুল ইসলাম
২৬ অক্টোবর ২০২২ ১৭:৫৩
বিদেশবার্তা ডেস্ক : দেশের বিভিন্ন জেলায় ছোট ও মাঝারি দৈর্ঘ্যের ১০০ সেতু ৭ নভেম্বর একসঙ্গে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি অর্থায়নে এসব সেতু নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
১০০টি সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৮৭৯ কোটি ৬১ লাখ টাকা। এ সেতুর দৈর্ঘ্য ৫০ থেকে ২৫০ মিটার পর্যন্ত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সংস্থাটির প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান গণমাধ্যমকে জানিয়েছেন, গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি এসব সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সওজের প্রধান প্রকৌশলী আরো জানান, সারাদেশে সড়ক যোগাযোগ দ্রুতগতির করতে বিভিন্ন স্থানে বেইলি সেতুর পরিবর্তে নতুন কংক্রিট সেতু নির্মিত হয়েছে। আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কে কিছু সেতু আগেই নির্মিত হয়েছিল।