04/21/2025 গণঅধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
মো: মনিরুল ইসলাম
২৬ অক্টোবর ২০২২ ১৬:৫২
বিদেশবার্তা ডেস্ক : গণঅধিকার পরিষদ (জিওপি) আত্মপ্রকাশের এক বছর পূর্ণ হচ্ছে আজ। ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ এই স্লোগানে গত বছর ২৬ অক্টোবর রাজধানীর পল্টনের প্রিতম-জামান টাওয়ারস্থ দলীয় কার্যালয় থেকে দলটির আত্মপ্রকাশ হয়।
গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয়স্বার্থ-দলের এ চার মূলনীতির সঙ্গে দলটি ২১ দফা কর্মসূচি ঘোষণা করে কাজ করে যাচ্ছে।
দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দলীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যম ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২৮ অক্টোবর বিকাল ৩ টায় ঢাকায় আনন্দ র্যালি শোভাযাত্রার আয়োজন করবে।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া গণমাধ্যমকে বলেন, ‘এই দলের তরুণ নেতারা আন্দোলনের মধ্যে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে উঠে এসেছে। যারা মেধাবী ও সৎ। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত এই দলের মতো সম্ভবনাময়ী দল বাংলাদেশে নাই। এই দলই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি।’
দলটির সদস্য সচিব ও সাংগঠনিক মুখপাত্র নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, ‘এক বছরের মধ্যেই আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত সংগঠনকে পৌঁছে দিতে পেরেছি। এটি আমাদের বড় একটি সফলতা। বিদ্যমান দুঃশাসন ও দুর্বৃত্তায়নের রাজনীতির বিপরীতে গণঅধিকার পরিষদ একটি সহনশীল গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে। যা মানুষের কাছেও গ্রহণযোগ্য হচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক সংকটে গণঅধিকার পরিষদই হতে পারে জাতির মুক্তির দূত।’
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ গণমাধ্যমকে জানান, ‘এক বছরের মধ্যেই দলের সংগঠনিক কাঠামোতেও দৃশ্যমাণ অগ্রগতি সাধন করে দলটিকে তৃণমূলে পৌঁছে দিতে পেরেছে গণঅধিকার পরিষদ। এরই মধ্যে সুলিখিত গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে প্রতিষ্ঠানিক ব্যবস্থাকে সুসংহত করা হয়েছে। সেই সঙ্গে সারা দেশের ৪৪টি জেলা কমিটি ও ১৫০ টির মতো উপজেলা কমিটি ঘোষণা করে সারাদেশে সংগঠন বিস্তৃত করেছে।’
নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের দেওয়া শর্তের চেয়েও বেশ অগ্রগতি সাধন করে এরই মধ্যে প্রত্যেক উপজেলায় ২০০ জনেরও বেশি ভোটারকে দলের প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পেরেছে।