04/20/2025 নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় গৃহপরিচারিকা নিহত
আল আমিন
১৬ মার্চ ২০২২ ০৩:২৭
নিজস্ব প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বাস চাপায় ছাদিয়া (৫০) নামে এক পথচারী নারী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর পোনে ১২টায় মাইজদীর বেগমগঞ্জ সড়কের জয়নাল আবেদিন মেমোরিয়াল স্কুল সামনে এ ঘটনা ঘটে।
নিহত ছাদিয়া উপজেলার কাদিরপুর ইউনিয়নের বাসিন্দা। সে কাদিরপুর গ্রামের মৃত আবদুস সাত্তারের স্ত্রী। সে গৃহপরিচারিকা হিসেবে তার জীবিকা নির্বাহ করে।
জানা গেছে, আজ দুপুরে কাজ করে বাড়ী ফেরার পথেই ঘটনাটি ঘটেছে। রাস্তা অতিক্রমকালে ঢাকা-নোয়াখালী গামী বাসটি মহিলাকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি জানান, রাস্তা পারাপার হওয়ার সময় এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ এর ব্যবস্থা নিচ্ছে। দোষী ড্রাইভারকে আটক করে আইনের আওতায় আনা হবে।
বিদেশ বার্তা/ এএএ