04/20/2025 কোম্পানি খোলার ঘোষণা দিয়েছে মেসি
আল আমিন
২৬ অক্টোবর ২০২২ ০১:২২
স্পোর্টস ডেস্ক: ব্যবসায় মনোযোগী হচ্ছে আর্জেন্টাইন ফুটবলার মেসি। তিনি একটি কোম্পানি খোলার ঘোষণা দিয়েছেন, যে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে স্পোর্টস, মিডিয়া ও প্রযুক্তিখাতে বিনিয়োগ করবে।
আর মেসির এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সানফ্রানসিস্কো ভিত্তিক। কোম্পানিটির নাম হচ্ছে প্লে টাইম স্পোর্টস-টেক হোল্ডকো এলএলসি। এটাই মেসি প্রাথমিক বিনিয়োগযান হিসেবে কাজ করবে।
এই কোম্পানি পেশাদার দল , ফুটবল প্রযুক্তি গড়তে আগ্রহী স্টার্টআপকে সাহায্য দেবে।
কাতার বিশ্বকাপেই নিজের শেষ দেখছেন বর্তমান ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। সবমিলিয়ে বয়সের খতিয়ানও বলছে মেসির ক্লাব ফুটবল ক্যারিয়ারও এখন গোধূলীতে। সূত্র: মার্কা।
বিদেশ বার্তা/ এএএ