04/29/2025 বরিশালে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
মো: মনিরুল ইসলাম
২৪ অক্টোবর ২০২২ ২২:১৪
বিদেশবার্তা ডেস্ক : ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে বরিশালে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এদিকে বরিশালে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।
সোমবার (২৪ অক্টোবর) সকালে বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।