04/21/2025 ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে যুবলীগ
মো: মনিরুল ইসলাম
২৩ অক্টোবর ২০২২ ১৬:১০
বিদেশবার্তা ডেস্ক : আগামী ১১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
শনিবার (২২ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ধিত সভায় এ ঘোষণা দেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ যুব সমাবেশ করবে সংগঠনটি। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরশ জানান, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের জবাব যে যুবলীগ একাই দিতে পারে তা ১১ নভেম্বর যুব মহাসমাবেশের মাধ্যমে প্রমাণ করব। আপনারা এই মহাসমাবেশ চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ১১ নভেম্বর সফল করবেন।
এ সময় তিনি সাধারণ সভা সফল করতে ১০টি উপ-কমিটির নাম ঘোষণা করেন।
বর্ধিত সভায় যুবলীগের কেন্দ্রীয়, মহানগর, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।