04/21/2025 শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘন্টা বন্ধ থাকবে
মো: মনিরুল ইসলাম
১৫ মার্চ ২০২২ ২৩:৪৩
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৮ মার্চ (শুক্রবার) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা সোমবার (১৪ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট কালুশাহ সেতুর কাছে ফকিরহাট বাজার নামক স্থানে স্টিল ফুটওভার ব্রিজের নির্মাণকাজ চলছে। ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য আগামী ১৮ মার্চ ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে ঢাকা-চট্টগ্রামে জরুরি যাতায়াতকারীদের চট্টগ্রাম পোর্ট এক্সেস রোড এবং বায়োজিদ লিংক রোড ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন তিনি।
এদিকে যান চলাচলে সাময়িক অসুবিধায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে-সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে।