04/21/2025 দুর্ভাগ্য গণবিরোধী শক্তি দেশ শাসন করছে: ফখরুল
আল আমিন
২১ অক্টোবর ২০২২ ০২:২৬
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোন দেশ তৈরি করেছি, কথা বলতে দেয় না, ন্যায্য দাবি চাইতে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়। উন্নয়নের কথা বলে সরকার ঢাকঢোল পেটাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য গণবিরোধী শক্তি দেশ শাসন করছে।
তিনি বলেন, সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ কথা বলেন তিনি।
সরকারবিরোধী আন্দোলনে বিএনপি দেশের জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের কথা বলে বিরোধীদের সমাবেশে বাধা দিচ্ছে সরকার, সমাবেশে বাধা দিয়ে লাভ নেই, মানুষের অন্তরে ঘৃণা এসে গেছে। যার যা শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে।
সাম্প্রতিককালে দলের বিভিন্ন কর্মসূচিতে নিহত নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, তাদের করা নির্বাচন কমিশনের কথা তাদের ডিসি-এসপিরা শোনেন না, নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগ সরকারের পক্ষে করা সম্ভব নয়।
বিদেশ বার্তা/ এএএ