04/20/2025 ভোলায় সি-সার্ভেবিহীন সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
মো: মনিরুল ইসলাম
১৫ মার্চ ২০২২ ২০:৫১
নিজস্ব প্রতিবেদক : ভোলায় মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এ সাত মাস নদী উত্তাল থাকে। তাই উপকূলীয় মেঘনা নদীর জলসীমায় সি-সার্ভেবিহীন সব ধরনের লঞ্চ চলাচল ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এ কারণে নদীতে বে ক্রুসিং সনদ ছাড়া সব যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে বিআইডব্লিটিএ।
বিআইডব্লিউটিএ জানায়, কালবৈশাখী মৌসুম আসন্ন। তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদ নৌ পরিবহন সুনিশ্চিত করার লক্ষ্যে সি সার্ভে/বে ক্রুসিং সনদ ছাড়া সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে চরফ্যাশনের ঢালচর পর্যন্ত। এ সীমানার মির্জাকালু-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা, ইশিলা-মজু চৌধুরীরহাট, চরফ্যাশন-মনপুরা ও চরফ্যাশন-ঢালচর রুটে সি সার্ভে ছাড়া কোনো নৌযান চলতে পারবে না। তবে এসব রুটে বিকল্প নৌযান হিসেবে বিআইডব্লিউটিসির সি ট্রাক চলাচল করবে।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেন কোনো নৌযান চলতে না পারে সেজন্য বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও পুলিশ অভিযান পরিচালনা করবে।