04/20/2025 ভারতে তীর্থযাত্রীদের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
মো: মনিরুল ইসলাম
১৮ অক্টোবর ২০২২ ২৩:২৩
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে কেদারনাথ তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮) অক্টোবর কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান কেদারনাথ। এটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াক জেলায় অবস্থিত। হিমালয় পর্বতমালার প্রায় চার হাজার মিটার উচ্চতায় রয়েছে মন্দাকিনী নদীর ধারে একটি মন্দির। ওই এলাকাটির নামই কেদারনাথ। তাই মন্দিরটির নামকরণ করা হয় কেদারনাথ মন্দির। দুর্গম পাহাড়ে অবস্থিত থাকায় সমতল থেকে তীর্থযাত্রীদের মধ্যে অনেকেই ব্যবহার করেন হেলিকপ্টার।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই তীর্থযাত্রী বহনকারী ওই হেলিকপ্টার দুর্ঘটনা কবলিত হয়। তবে সরকারিভাবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।