04/21/2025 পটকা মাছ কেড়ে নিল জেলের প্রাণ
আল আমিন
১৫ মার্চ ২০২২ ০৬:০৫
নিজস্ব প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলায় রান্না করা পটকা মাছ খেয়ে সুশীল দাস নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সুশীল দাস (৫০) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার কদমবাড়ি এলাকার বাসিন্দা।
এছাড়া ওই মাছ খেয়ে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বাকিরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জেলে সমীর দাস জানান, সোমবার দুপুরে তারা ২৫ জনের একটি দল পৃথক দুটি ট্রলারে করে সুন্দরবন থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। এদের মধ্যে তাদের ট্রলারটিতে থাকা ১৩ জনের মধ্যে ১২ জনে পটকা মাছ খেয়ে দুপুরে অসুস্থ হয়ে পরে। অসুস্থ অবস্থায় তারা চিকিৎসার জন্য কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে সুশীল দাস মারা যায়।
বিদেশ বার্তা/ এএএ