04/28/2025 দেশের ৩ বিভাগে বৃষ্টি হতে পারে আজ
মো: মনিরুল ইসলাম
১৭ অক্টোবর ২০২২ ১৬:১৬
বিদেশবার্তা ডেস্ক : সিলেটসহ দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (১৬ অক্টোবর) পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোঃ বজলুর রশিদ এই তথ্য জানিয়েছেন।
পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল হতে বিদায় নিয়েছে, এই বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। এ অবস্থায় আজ সোমবার (১৭ অক্টোবর) বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।
এছাড়া আগামী ২৪ ঘন্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং বর্ধিত ৫ দিনের প্রথম দিকে আন্দামান সাগর এবং তৎসম এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।