04/22/2025 ইডেন কলেজের ক্যান্টিন বয়ের ‘আত্মহত্যা’
মো: মনিরুল ইসলাম
১৬ অক্টোবর ২০২২ ১৫:৪৭
বিদেশবার্তা ডেস্ক : রাজধানীর ইডেন মহিলা কলেজের ক্যান্টিন বয় করিম হোসেনের (১৮) মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বিকালের দিকে এ ঘটনা ঘটে। তবে ধারণা করা হচ্ছে সে বিষ পানে আত্মহত্যা করেছে।
জানা যায়, নিহত করিম হোসেন ইডেন মহিলা কলেজের ক্যান্টিন বয় হিসেবে কাজ করতেন। বিকাল ৩টায় খাবার খেয়ে করিম হোস্টেল থেকে বের হয়। এর ঠিক ১৫ মিনিট পর আবার হোস্টেলে ঢোকার সময় গেটেই অচেতন হয়ে পড়েন। তখন করিমকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। রাত ৯টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পকেটে তরল জাতীয় প্লাস্টিকের কৌটা পাওয়া গেছে। সে ‘আত্মহত্যা’ করে থাকতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।’