04/28/2025 গাজীপুরে বাসচাপায় ভ্যানের ৪ যাত্রী নিহত
মো: মনিরুল ইসলাম
১৫ অক্টোবর ২০২২ ১৯:১৭
গাজীপুর সংবাদদাতা : গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় বাসচাপায় ৪ জন নিহত হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) সকালের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে নিহতদের নাম পরিচয় যানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহের ওই এলাকায় রাস্তা পারাপারের চেষ্টা করলে বসুমতি পরিবহণের একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। ঘটনাস্থল থেকে আহত দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো একজন।
মহানগরের বাসন থানার ওসি মালেক খসরু জানান, খবর পেয়ে আমরা চারজনের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় গাড়িটি আটকের চেষ্টা চলছে। আরো একজনের মৃত্যুর কথা স্থানীয়রা জানলেও আমরা নিশ্চিত নই। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।