04/20/2025 ইউক্রেনকে পৃথিবী থেকে মুছে ফেলতে চায় রাশিয়া: জেলেনস্কি
আল আমিন
১১ অক্টোবর ২০২২ ০৫:৫৭
আন্তর্জাতিক ডেস্ক: ক্রিমিয়া সেতুতে হামলার দুদিনের মাথায় ইউক্রেনজুড়ে হামলা শুরু হয়েছে। আজ সোমবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘পূর্ণ মাত্রার যুদ্ধের আজ ২২৯তম দিন। ২২৯তম দিনের মতো তারা পৃথিবীর বুক থেকে আমাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এককথায় বলতে গেলে, এটাই সত্য’।
টেলিগ্রামে তিনি বলেছেন, ‘তারা (রাশিয়া) আমাদের মানুষকে হত্যার চেষ্টা করছে-- যারা জপোরিঝঝিয়ায় নিজেদের বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিল। দিনিপ্রো, কিয়েভের লোকদের মারার চেষ্টা করছে যারা তাদের কর্মস্থলের দিকে যাচ্ছিল। পুরো ইউক্রেন জুড়ে হামলা চলছে। অবিরতভাবে রকেট নিক্ষেপ করা হচ্ছে। মানুষ প্রাণ হারাচ্ছে, আহত হচ্ছে’।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আপনারা আশ্রয়কেন্দ্র থেকে বের হবেন না। নিরাপদে থাকুন, পরিবারের যত্ন নিন। নিজের জায়গায় থাকুন এবং মনোবল ধরে রাখুন’।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।
এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। সূত্র: সিএনএন, আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ