04/20/2025 ক্রিমিয়ান সেতুতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩
আল আমিন
৯ অক্টোবর ২০২২ ০৬:০৩
আন্তর্জাতিক ডেস্ক : ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার সাথে যুক্ত করা ক্রিমিয়ান সেতুতে গাড়িবোমা বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। রাশিয়ার তদন্তকারী কমিটি এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরা ও ওয়াশিংটন পোস্টের।
ধারণা করা হচ্ছে, নিহতরা সম্ভবত বিস্ফোরণের সময় সেখানের একটি গাড়ির যাত্রী ছিল। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এরই মধ্যে যে গাড়ির মাধ্যমে বোমাবিস্ফোরণ হয়েছে সেটির মালিকের পরিচয় বের করা হয়েছে বলেও জানিয়েছে তদন্ত কমিটি।
সেতুটিতে আগুন লাগার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। রুশ মূল ভূখণ্ডের সাথে ক্রিমিয়ার যোগাযোগ বিছিন্ন হওয়াকে একরকম নিজেদের বিজয় বলেই কৃতিত্ব দাবি করছে ইউক্রেন। এ নিয়ে ইউক্রেনে উচ্ছ্বাসের জোয়ার বইছে।
এর আগে শক্তিশালী বিস্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ক্রিমিয়ান সেতু। দুই ভাগে বিভক্ত সেতুর সড়ক অংশের দুটি খণ্ড বিস্ফোরণে ধসে পড়েছে। আগুন লেগেছে রেল অংশে থাকা তেলবাহী ট্যাংকারে। রাশিয়া বলছে, একটি গাড়িবোমা ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ