04/20/2025 রাজধানীতে ট্রেনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫
আল আমিন
৯ অক্টোবর ২০২২ ০১:২৭
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের একটি ট্রেনে ১৭ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা তুরাগ কমিউনিটি নামে একটি লোকাল ট্রেনে এ ধর্ষণের ঘটনা ঘটে। ওই তরুণী দেশের বাড়ি নেত্রকোনা থেকে একটি ট্রেনে করে কমলাপুরে আসে। পরে কয়েকজন তাকে ১নং প্ল্যাটফর্মের একটি লোকাল ট্রেনে নিয়ে ধর্ষণ করে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস জানান, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ইমরান নামে একজন পলাতক আছেন। বর্তমানে ওই কিশোরী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে চিকিৎসাধীন।
বিদেশ বার্তা/ এএএ