04/19/2025 এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে সৌদি আরবে
আল আমিন
৬ অক্টোবর ২০২২ ০৫:৫৪
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন ২০২৯ সালের শীতকালীন এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে সৌদি আরবে। এ আসর আয়োজনের বিড জিতেছে দেশটি। এই আসর আয়োজনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে শীতকালীন এশিয়ান গেমসের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব। খবর দ্য গার্ডিয়ান ও রয়টার্স এর।
টুইটারে সৌদি ক্রীড়ামন্ত্রী ও যুবরাজ আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল এশিয়ান গেমসের আয়োজক হওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি লিখেছেন, আমরা পশ্চিম এশিয়ার প্রথম দেশ হিসেবে শীতকালীন এশিয়ান গেমস ট্রোজেনা-২০২৯ এর বিড জিতেছি। আমরা সৌদি নেতৃত্ব এবং এইচআরএইচ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ক্রীড়া ক্ষেত্রের সীমাহীন সমর্থনের জন্য গর্বিত।
জানা গেছে, ক্রীড়া ইভেন্টগুলি ট্রোজেনা পর্বত গন্তব্য এবং রিসোর্টে অনুষ্ঠিত হবে। তার আগে ২০২৬ সালের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে। যেখানে ‘সারা বছরের স্কি গ্রাম’, একটি মানবসৃষ্ট স্বাদু পানির হ্রদ এবং একটি প্রকৃতি সংরক্ষণের মতো সুবিধা থাকবে।
বিদেশ বার্তা/ এএএ