04/28/2025 রাণীশংকৈল সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত
মো: মনিরুল ইসলাম
৬ অক্টোবর ২০২২ ০২:১১
ঠাকুরগাঁও থেকে : জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহত বাংলাদেশির নাম ইউসুব আলী (১৮)। তিনি রাণীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাদ গ্রামের আকবর আলীর ছেলে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালের দিকে উপজেলার ধর্মগড় সীমান্তে এ ঘটনা ঘটে।
ধর্মগড় ইউপি চেয়ারম্যান মো. আবুল কাসেম বলেন, ‘সীমান্তে গুলির ঘটনায় ইউসুব নামের একজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।’
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ইউসুব আলীসহ কয়েকজন ধর্মগড় সীমান্তের ৩৭৩/২ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে ঘাস কাটার জন্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এসময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রাবার বুলেট ইউসুবের শরীরে বিদ্ধ হয়। পরে সহযোগীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গোপনে চিকিৎসার উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ের বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যায়।
এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের ধর্মগড় ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জমসেদ উদ্দীন ভূঁইয়া জানান, এ ধরনের একটি খবর তিনি শুনেছেন। তা সঠিক কি না জানেন না। বিএসএফও কিছু জানায়নি।
এ বিষয়ে আজ বুধবার দুপুরে (৫ অক্টোবর) বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদসহ পতাকা বৈঠকের প্রস্তাব জানানো হয়েছে বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।