04/20/2025 সিএনএনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের মামলা
মো: মনিরুল ইসলাম
৪ অক্টোবর ২০২২ ২২:০৭
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সংবামাধ্যম (ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক) সিএনএনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলায় ৪৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালে ট্রাম্প আবারো প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেন এমন আশঙ্কায় সিএনএন তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর প্রচারণা চালাচ্ছে।
২৯ পাতার অভিযোগপত্রে বলা হয়েছে, ‘বিশ্বস্ত সংবাদের উৎস’ হিসেবে নিজেদের বিপুল প্রভাব কাজে লাগিয়ে সিএনএন দর্শক ও পাঠকদের প্রভাবিত করছে যাতে ট্রাম্পকে রাজনৈতিকভাবে হারিয়ে দেওয়া যায়। সিএনএন বামপন্থী দলের সুবিধার পাল্লা ভারি করতে ট্রাম্পকে ‘বর্ণবাদী’, ‘রাশিয়ান দালাল’, ‘বিদ্রোহী’, ‘হিটলার’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। তার বিরুদ্ধে অনবরত কলঙ্কজনক, মিথ্যা এবং মানহানিকর খবর প্রকাশ করছে।