04/21/2025 রাশিয়ার পুঁজিবাজার ১৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ
আল আমিন
১৪ মার্চ ২০২২ ০৫:০৮
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ফেব্রুয়ারি থেকে রুবলের দাম কমে যায়। একই সাথে দেশটির মস্কো পুঁজিবাজারে ধস নামে। শেয়ারের আরও দরপতন ঠেকাতে গত ২৫ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার প্রধান পুঁজিবাজার মস্কো এক্সচেঞ্জ বন্ধ রয়েছে।
এর মধ্যে নতুন করে মস্কো আগামী ১৮ মার্চ পর্যন্ত দেশটির প্রধান পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার এ সিদ্ধান্ত জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার পরদিন থেকে রাশিয়ার প্রধান পুঁজিবাজার মস্কো এক্সচেঞ্জ বন্ধ আছে। গতকাল শনিবার মস্কো এক্সচেঞ্জ জানিয়েছে, আগামী ১৮ মার্চ পর্যন্ত দেশটির প্রধান পুঁজিবাজার বন্ধ থাকবে।
এদিকে রবিবার ভোরে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫! আহত হয়েছে আরও ৫৭ জন।
বিদেশ বার্তা/ এএএ