04/20/2025 রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারে ‘ভারসাম্য পন্থা’ সমর্থন করে
আল আমিন
৪ অক্টোবর ২০২২ ০২:৪৯
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ‘ভারসাম্য পন্থা’ সমর্থন করে বলে জানিয়েছে ক্রেমলিন। আল জাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়ার মুসলিম অধ্যুষিত চেচেন অঞ্চলের নেতা রমাজান কাদিরভ রাশিয়াকে ইউক্রেনে কম শক্তিসম্পন্ন পারমাণবিক বোমা ব্যবহারের পরামর্শ দেন। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর এ নিয়ে তাদের অবস্থান জানাল।
সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে কাদিরভের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক তত্ত্বে (ডকট্রিন) ব্যবহারের নির্দেশনা লেখা আছে।
গত রবিবার রাশিয়ার চেচেন অঞ্চলের প্রধান রমাজান কাদিরভ বলেন, ইউক্রেনে রাশিয়ার কম শক্তিসম্পন্ন পারমাণবিক বোমা ব্যবহার করা উচিত। যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের উল্লেখযোগ্য হারের পর তিনি এই মন্তব্য করেন।
আল জাজিরার খবর অনুসারে, ইউক্রেনে ব্যর্থতার জন্য রাশিয়ার শীর্ষ নেতাদের সমালোচনা করে রমাজান কাদিরভ টেলিগ্রামে লেখেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো–আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেগুলো হতে পারে, সীমান্ত এলাকায় সামরিক আইন জারি এবং কম ধ্বংসাত্মক পরমাণু অস্ত্র ব্যবহার করা।’
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।
এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে।
বিদেশ বার্তা/ এএএ