04/21/2025 ইউক্রেনের ৪টি অঞ্চল দখলের বৈধতা দিলো রাশিয়ার আদালত
মো: মনিরুল ইসলাম
৩ অক্টোবর ২০২২ ১৯:৫৫
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ৪টি অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর করা চুক্তিকে বৈধ হিসেবে স্বীকৃতি দিলেন দেশটির সাংবিধানিক আদালত।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক চুক্তি সইয়ের মাধ্যমে প্রায় ৯০,০০০ বর্গকিলোমিটার এলাকা রুশ ফেডারেশনে যুক্ত করেন ভ্লাদিমির পুতিন।
এক ভাষণে পুতিন বলেন, খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্কের বাসিন্দারা আজীবনের জন্য রাশিয়ার নাগরিক হয়ে গেলেন। যেকোনো মূল্যে নিজ দেশ রক্ষা করবেন তারা।
অবশ্য অঞ্চলগুলো পুনরুদ্ধারের জোরালো ঘোষণা দিয়েছে ইউক্রেন। এরইমধ্যে দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর লিমান দখলমুক্ত করার দাবিও জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। তারা ঘেরাও করেছে বিপুল সংখ্যক রুশ সেনাকে।
শুরু থেকেই ভুয়া গণভোটের তীব্র সমালোচনা করে আসছে পশ্চিমা রাষ্ট্রগুলো। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, জোরপূর্বক অঞ্চল দখল করায় রাশিয়ার ওপর জোরালো নিষেধাজ্ঞা আসবে। খবর বার্তা সংস্থা এপির।