04/20/2025 যুক্তরাষ্ট্রে ইয়ানের আঘাত, ৬৬ জনের মৃত্যু
আল আমিন
৩ অক্টোবর ২০২২ ০৫:৫৭
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন ইয়ানের আঘাতে অন্তত ৬৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া নর্থ ক্যারোলিনায় ঝড়ের সময় দুর্ঘটনাজনিত কারণে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে এসব তথ্য।
এদিকে, ফ্লোরিডার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার পুয়ের্তো রিকো ও বুধবার ফ্লোরিডায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে দেখবেন তিনি।
ইয়ানের কারণে শনিবার পর্যন্ত বহু এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ছিল। ঘূর্ণিঝড় ইয়ান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে শুক্রবার ফ্লোরিডার মূল ভূখণ্ড থেকে দূরে সরে যায়।
হারিকেন ইয়ানের কারণে ফ্লোরিডায় ২৩ লাখের মতো বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। বিদ্যুৎহীন নর্থ ক্যারোলিনার লাখো বাসিন্দা। বিদ্যুতের সংযোগ পুরোপুরি ঠিক হতে এক সপ্তাহের বেশি সময় লাগতে পারে বলে জানা গেছে।
স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে শক্তিশালী হারিকেন ইয়ান। উপকূলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে হারিকেনটি। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানসহ বহু ঘর-বাড়ি ও স্থাপনা। প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি।
বিদেশ বার্তা/ এএএ