04/21/2025 ভৈরবের অদুরে ট্রাক চাপায় নিহত ৪ আহত ৫
মো: মনিরুল ইসলাম
২ অক্টোবর ২০২২ ২১:৩২
ভৈরব (কিশোরগঞ্জ) থেকে : ভৈরবের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা মাহমুদাবাদ নামকস্থানে মালবাহি ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীসহ ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
নিহতরা হলো- আশা সমিতির রায়পুরা শাখার আবুল কালাম, সিএনজির ২ যাত্রী রামনগর গ্রামের ছিদ্দীক মিয়া ও মাহমুদাবাদ গ্রামের আলাউদ্দীনের পুত্র ছিদ্দিক মিয়া ও অজ্ঞাত আরো ১ জন।
আহতরা হলো- ফাহিম মিয়া, আতর মিয়া, আঃ হাই, নয়ন বর্মন ও শেখ ফরিদ। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক জানান, আজ (রবিবার) সকাল ৬ টার দিকে মালবাহি ট্রাক নরসিংদী থেকে ভৈরব যাওয়ার পথে মাহমুদাবাদ নামকস্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রিবাহী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজির ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি সবজি বাজারে কয়েকজনকে চাপা দেয়।
এ সময় স্থলে ছিদ্দিক নামে ২ জন নিহত হয়। তাদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায় এবং আমরা অজ্ঞাতনামক ১ জনের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া মূমূর্ষ অবস্থায় সিএনজি চালক ফাহিম আতর মিয়া, আঃ হাই, নয়ন বর্মন ও শেখ ফরিদকে গুরুতর আহত অবস্থায় ভৈরব হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ভৈরব উপজেলা স্ব্স্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনজিও কর্মী আবুল কালামকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।