04/20/2025 কর্নেল অলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
আল আমিন
১৪ মার্চ ২০২২ ০৩:৪১
নিজস্ব প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা (বীর বিক্রম), সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান নরেন্দ্র মোদি।
এলডিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রবিবার (১৩ মার্চ) এক ই-মেইল বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে এ শুভেচ্ছা জানান। ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেন, ‘প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও তোমার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক। নরেন্দ্র মোদি।’
অলি আহমেদের জন্ম ১৯৩৯ সালের ১৩ই মার্চ। তার পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশে। তার বাবার নাম আমানত ছাফা এবং মায়ের নাম বদরুননেছা। তার স্ত্রীর নাম মমতাজ বেগম। তিনি দুই কন্যা সন্তানের জনক অলি।
বিদেশ বার্তা/ এএএ