04/22/2025 সু চি ও তাঁর অর্থনৈতিক উপদেষ্টার ৩ বছরের কারাদণ্ড
মো: মনিরুল ইসলাম
২৯ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৪
আন্তর্জাতিক ডেস্ক : সামরিক জান্তা শাসিত মিয়ানমারের একটি আদালত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি এবং তার প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ানিবাসী শন টার্নেলকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।
উভয়ের বিরুদ্ধে সরকারী গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড। যদিও উভয়েই জানিয়েছেন তাঁরা দোষী নয়। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে সু চিসহ এবং তাঁর অর্থনৈতিক উপদেষ্টাকে সশ্রম কারাদণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত বছরের শুরুর দিকে জান্তা একটি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে রাজনীতিবিদ, আইন প্রণেতা, আমলা, ছাত্র, সাংবাদিকসহ সু চি, টার্নেল এবং তার অর্থনৈতিক দলের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই নোবেল বিজয়ী সু চিকে দুর্নীতির অভিযোগে পৃথক মামলায় ১৭ বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। টার্নেল, যিনি অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক, তিনিও অভ্যুত্থানের কয়েকদিন পর থেকে আটক ছিলেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এবিষয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছে। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এর আগে বলেছেন ক্যানবেরা টার্নেলের বিচারের জন্য আদালতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার রাজধানী নেপিইতাওয়ের একটি বদ্ধ আদালতে সু চি এবং শন টার্নেলকে এই সাজা শোনানো হয়। যদিও সরকারী গোপনীয়তা আইনের অধীনে আসামীদের সঠিক অপরাধটি অস্পষ্ট রয়ে গেছে, তবে একটি সূত্র আগে বলেছিল যে টার্নেলের অপরাধ একটি অভিযোগের সাথে সম্পর্কিত। কারণ তার কাছে সরকারী নথি পাওয়া গেছে। জান্তার মুখপাত্র বৃহস্পতিবার এবিষয়ে মুখ খুলতে চাননি। জান্তা জোর দিয়ে বলেছে যে মিয়ানমারের আদালত স্বাধীন এবং আইন মেনেই অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। সূত্র : রয়টার্স, মানবজমিন।