04/20/2025 পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান, ৪ ফিলিস্তিনি নিহত
আল আমিন
২৯ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৭
আন্তর্জাতিক ডেস্ক: দখলকৃত পশ্চিম তীরের জেনিনি এক শরনার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এসময় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আনুমানিক সকাল ৮ টার সময় ওই শরণার্থী শিবিরে ডজন খানেক ইসরায়েলের সামরিক বাহিনীর গাড়ি প্রবেশ করে। এর পরে অভিযান শুরু হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বুধবার যে চারজন নিহত হয়েছেন তাদের মধ্যে আহমেদ আলাহনেহ, আবেদ হাজেম, মোহাম্মদ আল-ওয়ানেহ এবং মোহাম্মদ আবু নাহশা।
এছাড়া তিনি জানান, ইসরালের অভিযানে অন্তত ৪৪ জন ফিলিস্তিনি আহত হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ