04/20/2025 পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৬
আল আমিন
২৭ সেপ্টেম্বর ২০২২ ০৩:০৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে সেনাবাহিনীর দুইজন মেজরসহ ৬ জন নিহত হয়েছেন। দেশটির আন্তোঃবাহিনী জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রোববার গভীর রাতে হারনাই জেলার খোস্ত শহরের কাছে ফ্লাইং মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হেলিকপ্টারের দুই পাইলটও আছেন।
তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।
এর আগে গত আগস্টে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায়ও ছয়জন নিহত হন।
সূত্র: ডন
বিদেশ বার্তা/ এএএ