04/21/2025 শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী
আল আমিন
২৭ সেপ্টেম্বর ২০২২ ০২:৩৩
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রিনা (৩০) বেগমকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মনিরুল ইসলাম। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে। নিহত রিনা বেগম তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে স্বামী মনিরুলের সঙ্গে স্ত্রী রিনার ঝগড়া লেগেই থাকতো। এরই জের ধরে রবিবার বিকেল ৫ টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পাশে থাকা একটি ধারালো হাসুয়া দিয়ে রিনার পেটে ও মাথায় আঘাত করে স্বামী মনিরুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করে।
এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার রফিকুল ইসলাম প্রাথমিক চিকিৎসা দিয়ে রিনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে রাত ৮টার দিকে পথে তার মৃত্যু হয়।
এঘটনার পর ঘাতক স্বামী পালিয়ে গেলে আজ সোমবার ভোরে তাকে ছত্রাজিতপুর এলাকা থেকে শিবগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।
বিদেশ বার্তা/ এএএ